নদ-নদীঃ ৪৩২.৫৫ বর্গকিলোমিটার আয়তনের সারিয়াকান্দি উপজেলার প্রায় ৮৫ বর্গকিলোমিটার নদী এলাকা। মানস, বেলাই, ডাকুরিয়া, সুখদহ, বাঙ্গালী ও যমুনা নদীর সাথে সারিয়াকান্দির মানুষ ও মাটির সর্ম্পক অতিত থেকেই নিবিড়। এছাড়া ডুবরি বিল, ধারাবর্ষা বিল, বন্দে পালানের বিল, দেউলির বিল, কৈয়ের বিল, মরা বাঙ্গালী, মলাস বিল, কর্ণিবাড়ীর মর্চার বিল, খলশেগাড়ীর বিল, মাদার দহের বিল, দিঘলে মর্চার বিল ও বড় মর্চার বিল বিখ্যাত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস