সারিয়াকান্দির খেলাধুলা ও বিনোদনঃ
সারিয়াকান্দির খেলাধুলার মধ্যে রয়েছে- বদমদারি (দারিয়াবাধা), লাঠিখেলা, নুনতা, ডাংগুলি, সাত পান্টি, গাড়াপান্টি, অশকশ, কুতকুত (এক্কা দোক্কা), হা-ডু-ডু, বৌচি, গোল্লাছুট, কানামাছি, মোড়গ লড়াই, পলান-পলান (লুকোচুরি), গুটিখেলা, বাঘ-বকরি (বাঘ বন্দী), ষোলগুটি, পাতাখেলা, হাঁস হাঁস, মার্বেল, ছুলছুল, ক্রিকেট, ফুটবল, ব্যাটমিন্টন, ক্যারাম, দাবা, নৌকা বাইচ, ও ঘোড়া দৌড়।
সারিয়াকান্দি বাসি টেলিভিশনে ডিস এন্টেনার মাধ্যমে বিভিন্ন ধরণের অনুষ্ঠান উপভোগ করে থাকে।তাছাড়া বিভিন্ন সময়ে মেলা, নৌকা বাইচ ও ঘোড়া দৌড়ের আয়োজন করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস