Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বার্তা

উপজেলা নির্বাহী অফিসারের বার্তা

 

সারিয়াকান্দি উপজেলাটি বগুড়া জেলার একটি অন্যতম নদী বিধৌত অঞ্চল। মরিচ, পাট, ভুট্টা, গম, মাসকালাইসহ অন্যান্য কালাই ও ধানসহ অন্যান্য রবিসশ্য উৎপাদনের জন্য অঞ্চলটি সুবিখ্যাত। ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ১৩৫টি গ্রাম বেষ্টিত এলাকাটিতে প্রতিবছর যমুনা ও বাঙ্গালী নদীর পলিমাটি সবুজ শস্যের আগমনী বার্তা নিয়ে আসে। মাঝে মাঝে তীব্র নদী ভাঙ্গনে বিলীন হয়ে যায় শত শত হেক্টর আবাদী ও অনাবাদী জমি এবং বসতভিটা। আবার পরক্ষণেই নদীর বুকে জেগে উঠে পলি বেষ্ঠিত নতুন চর। নদীর সাথে লড়াই করে সংগ্রামী জীবনে মেতে উঠা এ সকল মানুষকে সব ধরণের মৌলিক সুবিধা ও প্রশাসনিক সহযোগিতা প্রদান করার অঙ্গীকার নিয়ে কাজ করে চলছে উপজেলা প্রশাসন।

 

মোহাম্মদ রেজাউল করিম

উপজেলা নির্বাহী অফিসার

সারিয়াকান্দি, বগুড়া।